ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

আওয়ামী লীগে যোগ দিচ্ছেন ডিপজল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, এপ্রিল ৩, ২০১৫
আওয়ামী লীগে যোগ দিচ্ছেন ডিপজল! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: চলচ্চিত্রের খলনায়ক ঢাকার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল আওয়ামী লীগে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর এ ইঙ্গিত দেন তিনি।



বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিপজল বলেন, বঙ্গবন্ধুর জন্যই এ বাংলাদেশ হয়েছে। আমি টুঙ্গীপাড়া আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি তার গড়া দলের একজন হয়ে থাকতে চাই।

এর আগে, বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এ সময় ডিপজল পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনকালে তার সঙ্গে চিত্রনায়ক ইমন, জয় ও ব্যবসায়ী মুন্সি এবাদুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।