ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

সাইফুর রহমান অডিটোরিয়াম’র নাম পরিবর্তনে বিএনপির ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৭, এপ্রিল ৪, ২০১৫
সাইফুর রহমান অডিটোরিয়াম’র নাম পরিবর্তনে বিএনপির ক্ষোভ

সিলেট: সিলেটে সাইফুর রহমান অডিটোরিয়াম’র নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
 
শুক্রবার (৩ এপ্রিল) রাতে সিলেট জেলা বিএনপির পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এম. সাইফুর রহমান ছিলেন সিলেটের মাটি ও মানুষের নেতা, সিলেট বিভাগের উন্নয়নের রূপকার ও একজন সফল অর্থমন্ত্রী।



বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের কোটি মানুষ জীবদ্দশায় তাকে যেমন সম্মান দেখিয়েছে, তার প্রয়ানের পরও সিলেটবাসী তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। সিলেটের পরমত সহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এবং সম্মিলিত ব্যক্তিবর্গকে সম্মান জানাতে মরহুম এম সাইফুর রহমান ছিলেন উজ্জ্বল দৃষ্টান্ত।
 
‘মহরহুম হুমায়ুন রশিদ চত্বর স্কয়ার’ মরহুম এম সাইফুর রহমানের হাতে পুনঃস্থাপিত হয়েছিল। কিন্তু সিলেটের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিকে ভুলুণ্ঠিত করেছে সরকার। কোটি মানুষের হৃদয়ে আঘাত করে বর্তমান অগণতান্ত্রিক সরকার সাইফুর রহমান অডিটোরিয়ামের নাম পরিবর্তনের মাধ্যমে চরম জঘন্য, নোংরা ও হিংসাত্মক মানসিকতার পরিচয় দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সিলেটের মাটি ও বালু কণায় মরহুম এম সাইফুর রহমানের উন্নয়নের স্পর্শ লেগে আছে। সাইফুর রহমান তার কর্মের কারণেই সিলেটবাসীর কাছে চিরঞ্জীব। এতে যদি কারো অন্তর্জালা হয়ে থাকে, তবে সেই আগুনে তিনি নিজেই পুড়ে দগ্ধ হবেন।
 
নেতৃবৃন্দ অবিলম্বে সাইফুর রহমান অডিটোরিয়ামের নাম পুনঃস্থাপন করে সিলেটবাসীর প্রতি সম্মান জানাতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সিলেটবাসীকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারকে তার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করা হবে।

সিলেট বিএনপির ই-মেইলে পাঠানো বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।