ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

মিরসরাইয়ে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, এপ্রিল ৪, ২০১৫
মিরসরাইয়ে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম): ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে মিরসরাই উপজেলায় নাশকতার মামলায় বিএনপি নেতা জাহিদ হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মিরসরাই পৌরসভায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গ্রেফতারকৃত জাহিদ মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন।

দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) যষমন্ত বাংলানিউজকে জানান, জাহিদের বিরুদ্ধে অবরোধের সময় গাড়ি ভাঙচুর, আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ছাড়াও বিভিন্ন নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।