ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

তিন মাস পর নয়াপল্টনে বিএনপি নেতারা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, এপ্রিল ৪, ২০১৫
তিন মাস পর নয়াপল্টনে বিএনপি নেতারা ছবি: নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দীর্ঘ তিন মাস তালাবদ্ধ থাকার পর অবশেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের একটি দল।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।



মূল ফটকের তালা ভেঙ্গে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন তারা।

সিটি নির্বাচনকে সামনে লেভেল প্লেইং ফি্ল্ড বজায় রাখার নির্বাচন কমিশনের উদ্যোগের প্রেক্ষিতে শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরে যায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরই কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের উদ্যোগ নেয় বিএনপি।

সর্বশেষ গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূতি সামনে রেখে চলমান বিএনপির আন্দোলনের মধ্যে ৩ জানুয়ারি রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হানা দেয় পুলিশ। সেখান থেকে আটক করা হয় বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। এরপর থেকেই তালা বন্ধ ছিলো নয়াপল্টনের কার্যালয়।

সিটি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের অংশ হিসেবে নির্বাচন কমিশনের প্রতি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেয়ার দাবি জানায় বিএনপি। এর পর শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরে যায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তালাবদ্ধ থাকায় তখন ঢুকতে পারেননি বিএনপি নেতারা। এরপর শনিবার বিকেলে পুলিশের কাছে চাবি নিয়ে তালা খোলার চেষ্টা করেন আসাদুল করিম শাহীন। তবে তালাটি না খোলায় হ্যাসকো ব্লেড দিয়ে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা।

এ সময় বিদ্যুৎ না থাকায় কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ছিলো ভুতুড়ে পরিবেশ।  

উপস্থিত সাংবাদিকদের আসাদুল করিম শাহীন বলেন, মূল গেটে অন্য একটি তালা থাকায় ভেঙ্গে কার্যালয়ের ভেতরে ঢুকতে হলো তাদের।

তিনি এ সময় সুষ্ঠু রাজনৈতিক চর্চায় বাধা না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আশা করি সরকার আর কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান নিতে বাধার সৃষ্টি করবে না।   কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মতান্ত্রিক রাজনৈতিক চর্চা নির্বিঘ্ন রাখতেও সহায়তা করবে তারা।

** আবারও নয়াপল্টনে পুলিশ
** নয়াপল্টনে বিএনপি নেতারা
** কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি নেতারা
** ঢাকা-চট্টগ্রামে মহাসমাবেশ করবেন খালেদা
** পুলিশের নির্দেশ পেলেই পল্টন কার্যালয়ে ঢুকবে বিএনপি

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০৪,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।