ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা-বরণের প্রস্তুতি গুলশানের বাসায়

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, এপ্রিল ৫, ২০১৫
খালেদা-বরণের প্রস্তুতি গুলশানের বাসায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণের প্রস্তুতি চলছে তার গুলশানের বাসায়।

রোববার সকাল সাড়ে দশটার দিকে খালেদার বাসার সামনে গিয়ে দেখা যায়, তার ছোট ভাইয়ের স্ত্রী এসেছেন ফুলের তোড়া নিয়ে।

  ভেতরে কয়েকজন সিএসএফ সদস্যকেও দেখা গেল।

বাইরের রাস্তার আবর্জনা তুলে নিচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

জামিন পেলে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত থেকে সরাসরি এ বাসাতেই ফিরবেন তিনি। গত ৩ জানুয়ারি গুলশান ২ এর ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসা ‘ফিরোজা’ ছেড়ে ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে নিজের রাজনৈতিক কার্যালয়ে যান খালেদা জিয়া। পরে বিএনপির নেতৃত্বাধীন টানা অবরোধ ও হরতাল কর্মসূচির কারণে তিনি কার্যালয়েই রয়ে যান।

রোববার টানা তিন মাস পর তিনি নিজের বাসায় ফিরছেন।  

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
এসকেএস/জেডএম

** নেতারাও ছাড়লেন খালেদার কার্যালয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।