ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

কালবৈশাখী ঝড়ে নিহতদের স্মরণে খালেদার শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, এপ্রিল ৫, ২০১৫
কালবৈশাখী ঝড়ে নিহতদের স্মরণে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢকা: বগুড়াসহ দেশব্যাপী বয়ে যাওয়া আগাম কালবৈশাখী ঝড়ে ২৫ জনেরও অধিক লোকের প্রাণহানী, অসংখ্য মানুষ আহত হওয়া এবং বাড়িঘর ধসে পড়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (০৫ এপ্রিল) বিকেলে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় চেয়ারপারসন এ শোক ও দুঃখ প্রকাশ করেন।



শোকবার্তায় খালেদা জিয়া “বগুড়াসহ দেশব্যাপী প্রবল বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ২৫ জনের অধিক লোকের প্রাণহানী, অসংখ্য মানুষ আহত এবং বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতির খবরে আমি বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের  প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

তিনি বলেন, এ ধরণের শোকাবহ ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। বাংলাদেশ ঋতু পরিবর্তনের দেশ। বন্যা, খরা, বজ্রপাতসহ বহু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এদেশের মানুষ ধৈর্য্য ও সাহসের সঙ্গে ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

আমি বিশ্বাস করি, ঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সাহসী জনগণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেও সক্ষম হবে। আমি দোয়া করি- যেসব পরিবারের মানুষ প্রাণ হারিয়েছেন মহান রাব্বুল আলামীন যেন সেসব পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।  

কালবৈশাখী ঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন খালেদা জিয়া।   এছাড়া ক্ষতিগ্রস্ত ও উপদ্রুত অঞ্চলে জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী প্রেরণ ও পূণর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ০৫, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।