ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

মুক্তাগাছায় দুই সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, এপ্রিল ৫, ২০১৫
মুক্তাগাছায় দুই সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের সাত ইউপি সদস্যসহ প্রায় দুই সহস্রাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার চেচুয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের জনসভায় ধর্মমন্ত্রী মতিউর রহমানের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।



দুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বিল্লাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক সংসদ সদস্য কেএম খালিদ বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, আঃ সামাদ মাস্টার, দেবাশীষ ঘোষ বাপ্পী, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সিদ্দিকুজ্জামান সিদ্দিক, এবিএম জহিরুল হক জহির, মোঃ তারেক প্রমুখ।

জনসভায় ধর্মমন্ত্রী বলেন, বিএনপি নেত্রীর নেতিবাচক রাজনীতির কারণে তার দলের লোকজনও আজ তার প্রতি আস্থা হারিয়েছে। ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে ভুল করেছে বিএনপি এখন তার খেসারত দিচ্ছে।

মন্ত্রী খালেদা জিয়াকে বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এ সময় মন্ত্রী সদ্য আওয়ামী লীগে যোগদানকারীদের স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘন্টা এপ্রিল ০৫, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।