তালা (সাতক্ষীরা): হরতাল ও অবরোধে উস্কানি দেওয়ার দায়ে সাতক্ষীরার তালা উপজেলার মিজানুর রহমান মোড়ল (৪২) নামে এক জামায়াত কর্মীকে চার মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।
মিজানুর উপজেলার চাঁদকাটি গ্রামের খোদাবক্স মোড়লের ছেলে। তিনি উপজেলা জামায়াতের সক্রিয় কর্মী।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে মিজানকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক চার মাসের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠান।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এএটি/পিসি