ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

এবার খুলেছে নারায়ণগঞ্জ বিএনপি কার্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, এপ্রিল ৬, ২০১৫
এবার খুলেছে নারায়ণগঞ্জ বিএনপি কার্যালয় সংগৃহীত

নারায়ণগঞ্জ: টানা তিন মাস বন্ধ থাকার পর সোমবার (০৬ এপ্রিল) বিকেলে খোলা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের তালা।

বিকেল পৌনে ৪টায় স্থানীয় বিএনপি নেতারা শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

কার্যালয়ে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সভাও করেন।

গত ৫ জানুয়ারির পর থেকে এ কার্যালয়টি বন্ধ ছিল।

তালা খোলার সময় মূল উদ্যোক্তা ছিলেন সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাশেম শকু। তার সঙ্গে ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান, আইনজীবি নেতা জাকির হোসেন, সরকার হুমায়ূন কবির প্রমুখ।

শওকত হাশেম শকু জানান, শনিবার (০৪ এপ্রিল) বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীদের নেতৃত্বে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি খোলা হয়। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ কার্যালয়টিও খুলে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।