ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

শান্তি ফেরাতে প্রধানমন্ত্রীকে আলোচনায় যেতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, এপ্রিল ৬, ২০১৫
শান্তি ফেরাতে প্রধানমন্ত্রীকে আলোচনায় যেতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই বিশেষ ভূমিকা রয়েছে। তাই প্রধানমন্ত্রীকে অবশ্যই শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে আলোচনায় বসতে হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।

তিনি বলেছেন, সবার অংশগ্রহণের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ শতবার ক্ষমতায় এলেও ব্যক্তিগত কোনো অভিযোগ নেই।

সোমবার (০৬ এপ্রিল) রাতে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান কমসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। দেশেব্যাপী রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ জানিয়ে তিনি স্মৃতিসৌধে অবস্থান কর্মসূচি পালন করছেন। যা মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী দেশের মানুষকে বাঁচাতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আলোচনায় বসার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের মালিক, দেশের মানুষ। তার মালিকানা লস্করেরা নিয়ে গেছে উল্লেখ করে দেশের মানুষকে মালিকানা রক্ষার জন্য সক্রিয় হওয়ার কথা বলেন।

এ সময় কাদের সিদ্দিকী খালেদা জিয়াকে দীর্ঘদিন কার্যালয়ে অবস্থান শেষে জামিন নিয়ে বাড়ি ফেরার জন্য অভিনন্দন জানান। সেই সঙ্গে দেশের মানুষের কল্যাণে হরতাল-অবরোধ প্রত্যাহারেরও আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।