ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

লক্ষ্মীপুরে জেলা আ’লীগের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৯, এপ্রিল ৭, ২০১৫
লক্ষ্মীপুরে জেলা আ’লীগের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় বিএনপি ও জাসদের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আনোয়ারুল হক, আবু নাছের, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক সবুজ, সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরণ, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান লোটাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।