ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

পাবনায় প্রভাব নেই হরতালের, আটক ৫১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, এপ্রিল ৭, ২০১৫
পাবনায় প্রভাব নেই হরতালের, আটক ৫১

পাবনা:  মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দেশজুড়ে জামায়াতের ডাকা টানা দু’দিনের হরতালের প্রভাব নেই পাবনায়।

এদিকে, নাশকতার আশঙ্কায় পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার ( ৭ এপ্রিল) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করেছে।



সকাল থেকেই পাবনা থেকে দূরপাল্লার বাস, ট্রাক, মাইক্রোবাসসহ সব রকম যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। শহরে অফিস-আদালত, ব্যাংক-বীমা, দোকান-পাট, স্কুল-কলেজ খোলা রয়েছে। রাস্তায় জামায়াত-শিবিরের কোন পিকেটারদের দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, ডিবি পুলিশ মোতায়েন রয়েছে। রাস্তায় র্যাব, বিজিবি ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।

পাবনার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, পাবনায় হরতালের কোন প্রভাব নেই। অন্যদিনের মতই স্বাভাবিক জীবনযাপন চলছে। সকাল থেকে কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নাশকতার আশঙ্কায় পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।