ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

শালিখায় ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ বিএনপি কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৮, এপ্রিল ১০, ২০১৫
শালিখায় ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ বিএনপি কর্মী আটক

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে অভিযান চালিয়ে দু’টি ককটেল, তিন কেজি বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির সরঞ্জামসহ শাহাদৎ হোসেন নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বাংলানিউজকে জানান, ককটেল তৈরির খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে বিএনপি কর্মী শাহাদতের বাড়িতে অভিযান চালায়।

এসময় তার ঘরে ককটেল, বিস্ফোরক দ্রব্য ও কাঁচের বলসহ ককটেল তৈরির বিভিন্ন উপকরণ পাওয়ায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় শাহাদতের বিরুদ্ধে শালিখা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।