ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত, ভাঙচুর-অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, এপ্রিল ১২, ২০১৫
ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত, ভাঙচুর-অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকচাপায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাব মৃধা (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন ছাত্রলীগ কর্মী মো. শাওন (২২)।



এ ঘটনার জের ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। এছাড়াও বাসসহ অন্তত আরও ১০টি যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধ করে।

রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রবিদাসপুর এলাকায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় পর উত্তেজিত ছাত্রলীগ নেতাকর্মীরা দুর্ঘটনাস্থল ও রায়পুর পৌর এলাকায় যানবাহন অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।

নিহত ছাত্রলীগ নেতা সিহাব রায়পুর শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা আবদুল ওয়াদুদ মৃধা চৌধুরীরের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে সিহাব তার এক বন্ধুসহ মোটরসাইকেলে দালালবাজার থেকে রায়পুর ফিরছিলেন। পথে রবিদাসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছাত্রলীগ নেতা সিহাবের মৃত্যু হয়।

আহত হন ছাত্রলীগ কর্মী শাওন। তাকে উদ্ধার করে রায়পুর শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এরপর ছাত্রলীগ-নেতাকর্মীরা ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করে। তবে, চালক পালিয়ে যান।

এ ঘটনায় পরিবহন শ্রমিক ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানান।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ