ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

এরশাদ-রওশন-খালেদাকে প্রধানমন্ত্রীর বৈশাখী শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, এপ্রিল ১২, ২০১৫
এরশাদ-রওশন-খালেদাকে প্রধানমন্ত্রীর বৈশাখী শুভেচ্ছা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) এসএম খুরশিদ-উল-আলম রোববার (১২ এপ্রিল) বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।



প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন প্রামাণিক কার্ডটি গ্রহণ করেছেন।

এছাড়া বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদকেও শেখ হাসিনা শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বলে জানিয়েছেন আশরাফুল আলম খোকন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় বিকাল ৩টা ৫০ মিনিটে বিরোধী দলীয় নেতার পক্ষে তার সহকারি একান্ত সচিব সুজাউল ইসলাম, বিকাল ৩টা ৫৫ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে তার একান্ত সচিব সাইদুল আলম প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলমের নিকট থেকে বাংলা নববর্ষের এ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।

বাংলাদেশ সময় ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ