ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

জামায়াতের হরতালে পিছিয়ে গেল খালেদার কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, এপ্রিল ১২, ২০১৫
জামায়াতের হরতালে পিছিয়ে গেল খালেদার কর্মসূচি ছবি: ফাইল ফটো

ঢাকা: কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে জামায়াতের ডাকা সোমবারের ( ১৩ এপ্রিল) হরতালের কারণে পিছিয়ে গেছে খালেদা জিয়ার কর্মসূচি।
 
ওইদিন বিকেলে ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’-এর ব্যানারে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল খালেদা জিয়ার।


 
সূত্র জানায়, জোট শরিক জামায়াতের ডাকা হরতালের কারণে বাসা থেকে বের হতে রাজি নন বিএনপির চেয়ারপারসন।
 
এ কারণে ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’ তাদের পূর্ব নির্ধারিত সোমবারের ‘প্রার্থী পরিচিতি’ অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের পরের দিন পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে প্রার্থী পরিচিতি অনুষ্ঠান।
 
টানা ৯২ দিন গুলশান কার্যালয়ে অবস্থান শেষে গত রোববার (০৫ এপ্রিল) বাসায় ফেরেন খালেদা জিয়া।
 
এর এক দিন পর মঙ্গলবার (০৭ এপ্রিল) বনানী কবরস্থানে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত দেখতে যান তিনি।
 
সোমবারের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানই ছিল গুলাশান কার্যালয় থেকে বের হবার পর প্রথম রাজনৈতিক কর্মসূচি। কিন্তু জোট শরিক জামায়াতের ডাকা হরতালের কারণে সেটিও পিছিয়ে গেল।
 
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এজেড/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ