ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

খোকনের ১৫ দফা, আব্বাসে আশাবাদী আফরোজা

মান্নান মারুফ ও সালাহউদ্দিন জসিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, এপ্রিল ১২, ২০১৫
খোকনের ১৫ দফা, আব্বাসে আশাবাদী আফরোজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরুর ৫ম দিনে জমে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা। আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে অন্য প্রার্থীরাও নেমেছেন জোর প্রচারণায়।



রোববার (১২ এপ্রিল) নির্বাচনী প্রচারণার ৫ম দিন। নির্বাচনী প্রচারণার সরগরম হয়ে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ডগুলো। মেয়রের পাশাপাশি কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদের সব প্রার্থীরাই নিজেদের অবস্থান জনগণের সামনে তুলে ধরতে যাচ্ছেন দ্বারে দ্বারে। চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা, স্কুল-কলেজ ও শপিংমল-বাজার-দোকানপাট।

বড় দু’টি দলের প্রার্থীরাও সময় নষ্ট করতে নারাজ। যাচ্ছেন জনে জনে ভোট চাইতে।

রোববার সকালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছেন নিজের নির্বাচনী ইশতেহার। ঢাকার উন্নয়ন ও ঢাকাবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে দিয়েছেন ১৫ দফা কর্মসূচি। এরপরই ইলিশ প্রতীক নিয়ে ছুটেছেন ভোটারদের কাছে। দুপুরে ঢাকা দক্ষিণের বাণিজ্যিক এলাকা মতিঝিলের ১০, ১১, ও ১২ নং ওয়ার্ডে করেছেন গণসংযোগ ও পথসভা। বিকেল ৫টায় ধানমণ্ডিতে কর্মী সভা এবং সন্ধ্যা ৭টা থেকে লালবাগে ২৮, ২৯, ৩০ ও ৩১ ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করছেন তিনি।

এদিকে, বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস আত্মগোপনে থাকলেও বসে নেই তার স্ত্রী আফরোজা আব্বাস। চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকা। সকাল থেকেই মালিবাগ, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ভিকারুন্নেছা স্কুল, বেইলি রোড, জাতীয় প্রেসক্লাবসহ বেশ কয়েকটি এলাকায় প্রচারণায় চালিয়েছেন তিনি। শান্তিনগর পোস্ট অফিস সংলগ্ন রাস্তার মোড়ে এক পথসভায় আফরোজা আব্বাস বলেন, প্রচারণায় যে সাড়া পাচ্ছি, তাতে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তবে প্রচারণায় পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এই বিষয়গুলো নির্বাচন কমিশন যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে বলে বিশ্বাস করেন আফরোজা।

জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন মিলন চকবাজার, মৌলভীবাজার, ইমামগঞ্জ, বড় কাটারা, ছোট কাটারা এলাকায় গণসংযোগ করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, বিরোধী দলের প্রার্থী হিসেবে জনগণ তাকেই বেছে নেবে।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহারও নেমেছেন তার শার্ট প্রতীক নিয়ে। সকাল থেকে সদরঘাট, রায় সাহেব বাজার, নবাবপুর ও বঙ্গবাজার এলাকায় প্রচারণা চালিয়েছেন।

বাংলানিউজকে তিনি বলেন, ঢাকায় অধিকাংশই যেহেতু ভাড়াটিয়া, তাদের নেতা হিসেবে তিনি ভোট পাবেন।

কেক প্রতীক নিয়ে নেমেছেন জেএসডির আব্দুল খালেক। সকাল থেকে সেগুনবাগিচা, জাতীয় প্রেসক্লাব, বায়তুল মোকাররম, গুলিস্তান খদ্দের মার্কেট এলাকায় প্রচারণা চালান তিনি। আব্দুল খালেকও জনতার সাড়া পাচ্ছেন বলে বাংলানিউজকে জানান।

মেস সংঘের সভাপতি আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ লাউ প্রতীকে নেমেছেন। সকাল থেকে পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ধোলাইখাল, উর্দু রোড, কেন্দ্রীয় কারাগার ও চকবাজার এলাকায় প্রচারণা চালান।

এসব প্রার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে ঝিমিয়ে পড়া ঢাকা। প্রার্থীদের মুখে প্রতিশ্রুতি আর ভোটের আহ্বান। জনতা চায় নগর সেবার যোগ্যতা-দক্ষতা ও স্বচ্ছতার প্রমাণ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসইউজে/এমএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ