সিলেট: সিলেট নগরীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় নগরীর জিন্দাবাজার থেকে বারুতখানা পর্যন্ত মিছিল করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫/৩০ জন শিবিরকর্মী হঠাৎ ব্যানার নিয়ে মিছিল বের করে। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এরপর তারা মিছিল নিয়ে নগরীর বারুতখানা পয়েন্টে গিয়ে দ্রুত সটকে পড়ে।
তবে, এ সময় বা মিছিল পরবর্তী সময়ে ওই এলাকায় পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি।
বাংলাদশে সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এনইউ/জেডএস