বগুড়া: জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন।
রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে একাত্তরের আলবদর কমান্ডার ও জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় আনন্দ মিছিল শেষে সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন।
এর আগে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।
সমাবেশে মমতাজ উদ্দিন বলেন, এই দলটি মিথ্যাচার আর ধোকাবাজির রাজনীতি করে না। নির্বাচনকালীন প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করবে। প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা একের পর এক সে ওয়াদা পূরণ করে যাচ্ছেন।
এ রায় কার্যকর হওয়ায় জাতি কিছুটা হলেও কলঙ্ক মুক্ত হয়েছে। বর্তমান সরকার আমলেই সব যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কোনো যুদ্ধারাধী রেহাই পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এসময় বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা, আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, রাফি নেওয়াজ খান রবিন, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, আলমগীর বাদশা, মঞ্জুরুল হক মঞ্জু, সাজেদুর রহমান শাহীন, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এটি/