ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

হাইকোর্টে জামিন চান আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, এপ্রিল ১২, ২০১৫
হাইকোর্টে জামিন চান আব্বাস

ঢাকা: প্রায় এক সপ্তাহ আগে সিটি নির্বাচনে প্রার্থীদের আগাম জামিন চেয়ে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
 
রোববার (১২ এপ্রিল) তিনি ওই বেঞ্চে উপস্থাপন করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি সমর্থিত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের তিনটি মামলার জামিন আবেদন।


 
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে সোমবার (১৩ এপ্রিল) এ আবেদনগুলোর শুনানি হতে পারে।

বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায়, একই বছরের ৬ মার্চ প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের পক্ষ থেকে শাহবাগ থানায় এবং বিস্ফোরক আইনে চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানার এ তিন মামলায় জামিন আবেদন করা হয়েছে।
 
তবে মির্জা আব্বাসের বিরুদ্ধে বর্তমানে ৩৭টি মামলা রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।
 
৭ এপ্রিল খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, কিছু সময় ধরে হাইকোর্ট আগাম জামিন দিচ্ছে না। আমরা আদালতে বলেছি, যারা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে নির্বিঘ্নে প্রচারণার জন্য অন্তত নির্বাচনের দিন পর্যন্ত যেন আগাম জামিন দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়:১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১২,২০১৫
এমইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ