হিলি (দিনাজপুর): নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জ্বালাও-পোড়াও করে দাবি আদায় করা যায় না। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, তা লক্ষে পৌঁছাতে পারে না।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ১৪ দল আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অবরোধ-হরতাল ও জ্বালাও-পোড়াও করে মানুষ খুন করে খালেদা জিয়া বাড়ি ফিরেছেন। আজ তাদের জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে জনগণের বিজয় হয়েছে। এ বিজয় আওয়ামী লীগের বিজয়।
তিনি আরো বলেন, যতই হরতাল-অবরোধ করেন না কেন যুদ্ধাপরাধীদের বিচার আপনারা বানচাল করতে পারবেন না। সব বাধা-বিপত্তি পেরিয়ে বিচার কার্যক্রম চলছে এবং চলবে।
দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য শামছুল আলম দুদু, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এদিকে, জনসভা শেষে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মুন্সির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সোয়া ৫টায় মন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
এরআগে দুপুর আড়াইটায় পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সভাকক্ষে স্থলবন্দরের উন্নয়ন ও বন্দর পরিচালনায় গতিশীলতা আনয়নের জন্য সরকার কর্তৃক গঠিত উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, সাংসদ শিবলী সাদিক, শিরিন আখতার, দিনাজপুরের জেলা প্রশাশক আহম্মেদ শামীম আল রাজী, রংপুর কাস্টমস কমিশনার মজিবুর রহমান, জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাইফুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসআর