ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

ফেনীতে জামায়াতের বৈঠক থেকে আটক ১১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, এপ্রিল ১২, ২০১৫
ফেনীতে জামায়াতের বৈঠক থেকে আটক ১১৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভুঁঞা উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলামসহ জামায়াতের ১১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আশ্রাফুর উলুম মাদ্রাসায় বৈঠককালে তাদের আটক করা হয়।

প্রথমে ৬১ জনকে আটক করা হয়। এরপর আরও ৫২ জনকে আটক করে পুলিশ।

দাগনভুঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সল এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলানিউজকে তিনি জানান, সোমবারের হরতালকে সামনে রেখে জামায়াত-শিবিরকর্মীরা নাশকতার জন্য মাদ্রাসায় একত্রিত হয়েছিল।

তবে স্থানীয় জামায়াতের দাবি তাদের নেতা কামারুজ্জামানের গায়েবানা জানাজার জন্য সবাই একত্রিত হন।

অন্য একটি সূত্র জানায়, বিকেলে ওই মাদ্রাসায় জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মী একত্রিত হয়। পরে সাড়ে ৫টার দিকে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা মাদ্রাসা ঘেরাও করে। এ সময় ২ পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এতে বেশ কয়েকজন আহত হয়।

পরে জামায়াতকর্মীদের অনেকে মাদ্রাসার বিভিন্ন কক্ষে আশ্রয় নিলে পুলিশ তল্লাশি করে উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলামসহ ৬১ জনকে আটক করে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫, আপডেট ২০৩৬
এসআর/এনএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ