ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

‘দুই নেত্রী শান্তির পথে অন্তরায়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩২, এপ্রিল ১২, ২০১৫
‘দুই নেত্রী শান্তির পথে অন্তরায়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ‘৭৬ দিন ঘরের বাইরে থেকে হৃদয় দিয়ে অনুভব করেছি এদেশের কোনো মানুষই সংঘাত-হানাহানি চান না, তারা শান্তি চান। তবে দেশের প্রধান দুই নেত্রী শান্তির পথে অন্তরায়’ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।



রোববার (১২ এপ্রিল) বিকেলে শান্তির দাবি নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন হাজী ছোটকলিম উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থানকালে তিনি এ মন্তব্য করেন। তার এ শান্তির দাবির সঙ্গে সংহতি প্রকাশ করতে আসেন স্থানীয় ব্যক্তিবর্গ।

কাদের সিদ্দিকী বলেন, শনিবার মাওনা ফ্লাইওভার উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সারাদেশের মানুষের মতোই এলাকার মানুষকে হতাশ করেছে। এক নেত্রী মাসের পর মাস অবরোধ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, অন্যদিকে আরেক নেত্রীর সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন।

তিনি বলেন, দেশের মানুষ শান্তি চায় কিন্তু দুই নেত্রী শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় হিসেবে কাজ করছেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মজনু, সহ-সভাপতি আবদুস সালাম মোড়ল, আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ, ছাত্রনেতা শাহীনূর আলম, মেহেদী সম্রাটসহ অর্ধশতাধিক নেতাকর্মী ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার লোকজন।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ