ঢাকা: একাত্তরের আলবদর কমান্ডার ও জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে ডাকা সোমবারের হরতাল শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছে দলটি।
রোববার (১২ এপ্রিল) রাতে এক সংবাদ বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ আহ্বান জানান।
শনিবার (১১ এপ্রিল) দলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার (১৩ এপ্রিল) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াত।
বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এলকে/আইএ