ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (১২ এপ্রিল) রাতে খালেদা জিয়ার প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়ার কার্ড নিয়ে গণভবনে যান। এ সময় প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা (২) এস এম খুরশীদ উল আলম কার্ডটি গ্রহণ করেন।
এর আগে রোববার বিকেল ৫টায় খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কার্ডটি পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা (২) এস এম খুরশীদ উল আলম। কার্ড গ্রহণ করেন গুলশান কার্যালয়ের কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এজেড/আইএ