ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও আলবদর কমান্ডার মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে।
হরতাল চললেও রাজধানীরসহ দেশের বিভিন্ন জায়গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস-পরীক্ষা। হরতালের সমর্থনে এখনও (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) দেশের কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শনিবার (১১ এপ্রিল) রাতে জামায়াতের ওয়েবসাইটে ও কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, মুহাম্মদ কামারুজ্জামানকে ১১ এপ্রিল রাত ১০টার পর হত্যা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তাকে ফাঁসি দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আইএ