ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

ভাটারায় জামায়াতের মিছিল থেকে ৫ ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৪, এপ্রিল ১৩, ২০১৫
ভাটারায় জামায়াতের মিছিল থেকে ৫ ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন কোকাকোলা এলাকায় জামায়াতের হরতাল সমর্থনে মিছিল থেকে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাত্র শিবিরের ব্যানারে মিছিলটি বের হয়।

মিছিল শেষে নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

ভাটারা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজান বাংলানিউজকে বলেন, আমি সকাল ৮টায় ডিউটিতে এসেছি। এখনও এ ধরনের কোনো খবর পায়নি। বিষয়টি আমি দেখছি।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ