ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

দাউদকান্দিতে ট্রাকে পেট্রোল বোমা, চালক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, এপ্রিল ১৩, ২০১৫
দাউদকান্দিতে ট্রাকে পেট্রোল বোমা, চালক দগ্ধ ছবি : প্রতীকী

ঢাকা: কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকে অগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এতে ওই ট্রাকের চালক মো. রিয়াজ (৪০) দগ্ধ হয়েছেন।



সোমবার (১৩ এপ্রিল) ভোর রাতে এ ঘটনা ঘটে। এরপর সকালে দগ্ধ ট্রাক চালককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে ওই ট্রাকের হেলপার মুন্না বাংলানিউজকে জানান, ভুট্টা নিয়ে রংপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন তারা। রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌড়িপুরের নতুন রাস্তা বাইপাস মোড়ে তারা চা পান করেন। এরপর ট্রাকে বিশ্রাম নেন। চালক ছিলেন ভেতরে ‍আর হেলপার ছিলেন ট্রাকের ছাদে। এ সময় হঠাৎ করে একদল যুবক ট্রাকের সামনে পেট্রোল বোমা মারে। এতে চালক রিয়াজ দগ্ধ হন এবং ট্রাকের সামনের দিকে সম্পূর্ণ পুড়ে যায়।

ট্রাক চালক মো. রিয়াজকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরে ১৪ শতাংশ বার্ন। তার বাবার নাম মুলতান মিয়া। বাড়ি রংপুর জেলার কোতয়ালী থানার বাউপাড়া গ্রামে।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ