পাবনা: পাবনায় জামায়াতের হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে ৪৭ জনকে আটক করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
এদিকে, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে জামায়াতের সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল পাবনায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া রাস্তায় র্যাব, বিজিবি ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।
পাবনার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসআর