ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, আগস্ট ১৭, ২০১৫
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেফতার আব্দুল হাকিম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

রোববার (১৬ আগস্ট) রাত ২টার দিকে শহরের হাজীপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।



ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, আব্দুল হাকিমের বিরুদ্ধে ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী গাড়ি পোড়ানোসহ বিভিন্ন নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া ১৭ আগস্ট জেএমবির সিরিজ বোমা হামলার ১০ বছর পূর্ণ হলো। এদিনকে সামনে রেখে আবারো নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) মুন্সীগঞ্জ বাদে দেশের ৬৩ জেলার সাড়ে চার শতাধিক স্থানে একযোগে বোমা হামলা চালায়। এ হামলার মধ্য দিয়েই জঙ্গিদের উত্থান ঘটে দেশে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ