ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

ছেলের হয়ে প্রচারণায় তাবিথের মা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, এপ্রিল ১৩, ২০১৫
ছেলের হয়ে প্রচারণায় তাবিথের মা ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছেলের হয়ে প্রচারণা ও গণসংযোগ করছেন ২০ দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল।
 
রোববার (১৩ এপ্রিল) সকালে গুলশানের কালাচাঁদপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি।

ছেলের হয়ে শনিবারও বনানী থানা এলাকায় ভোট চেয়েছেন।
 
সোমবার কালাচাঁদপুরের দোকানগুলোতে ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের কাছে ছেলের জন্য নাসরিনকে ভোট চাইতে দেখা যায়।
 
এ সময় তিনি বলেন, আমরা মানুষের সেবায় বিভিন্ন ধরনের কাজ করেছি। আমার ছেলে মেয়র হলে সাধারণ মানুষের জীবন-জীবিকার সুযোগ আরও বাড়াবে। তাকে সে সুযোগ দিন। আপনারা তাকে দোয়া করবেন।
 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর সহধর্মীনি ও উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল বলেন, তাবিথের পক্ষে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।
 
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ