ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

‘মর্যাদা পুনরুদ্ধারে নির্বাচন কমিশনকে সচেষ্ট হতে হবে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, এপ্রিল ১৩, ২০১৫
‘মর্যাদা পুনরুদ্ধারে নির্বাচন কমিশনকে সচেষ্ট হতে হবে’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাংবিধানিক মর্যাদা পুনরুদ্ধারে নির্বাচন কমিশনকে সচেষ্ট থাক‍ার দাবি জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিটি করপোরেশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

 

নির্বাচন কমিশন প্রথম ধাপে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করলেও দ্বিতীয় ধাপে সে সুনাম আর ধরে রাখতে পারেননি। তাই আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মধ্যদিয়ে নির্বাচন কমিশন যেন তাদের সুনাম পুনরুদ্ধার করেন এ দাবি ড. আসাদুজ্জমান রিপনের।  

তিনি বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন বিরোধী দল সমর্থিত প্রার্থীদের জন্য এখনো সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জর্জরিত থাকায় বিরোধী দলীয় প্রার্থীও তাদের প্রচারকারীরা প্রকাশ্যে প্রচারণাও করতে পারছেন না।

রিপন বলেন, নির্বাচন প্রচারকারীদেরও বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে প্রচারকারীরা গ্রেফতার ও হয়রানীর শিকার হচ্ছেন।

এ ধরণের পরিস্থিতি যেন আর না ঘটে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আসাদুজ্জামান রিপন।   

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে কমিশন যা বলছে তা বাস্তবে মিল যাওয়া যাচ্ছে না। তাদের কথা ও কাজে কোনো মিল নেই।

রিপন বলেন, প্রথম ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠু হলেও পরের ধাপগুলোকে নির্বাচন সুষ্ঠু হয়নি। আমরা আশা করবো সে সময়ে নির্বাচন কমিশনের যে সুনাম ক্ষুন্ন হয়েছে বর্তমানে সুষ্ঠু নির্বাচন করে দুর্নাম দূর করবেন। এ নির্বাচন সুষ্ঠু হলে দ‍ুই দলের মধ্যে যে মতপার্থক্য রয়েছে তাও দূর হবে। এজন্য নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আশরাফ, বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ