ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ঢ‍াকা উত্তরের মেয়র প্রার্থীদের সংলাপ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, এপ্রিল ১৫, ২০১৫
ঢ‍াকা উত্তরের মেয়র প্রার্থীদের সংলাপ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘তারুণ্যের ভাবনায় ঢাকা’ শিরোনামে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের সংলাপ চলছে। এ সংলাপে মতামতের পাশাপাশি উপস্থিত অন্যদের প্রশ্নের জবাবও দেবেন প্রার্থীরা।



বুধবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সংলাপটি শুরু হয়।

সংলাপে অংশ নিয়েছেন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, মাহী বি চৌধুরী, জোনায়েদ সাকি, আবদুল্লাহ আল কাফী, আনিসুজ্জামান খোকন, শেখ শহীদুজ্জামান, কাজী মো. শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, নাদের চৌধুরী, এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. জামান ভূঞা প্রমুখ।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপস্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হককে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকেএস/এসইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।