ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় মুন্সীগঞ্জ বিএনপি

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, এপ্রিল ১৬, ২০১৫
মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় মুন্সীগঞ্জ বিএনপি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মুন্সীগঞ্জ: ঢাকা সিটি দক্ষিণের নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে রাজধানীর পাশের জেলা মুন্সীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমেছেন।  
 
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সদরঘাট ও ইসলামপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের।

 
 
ঢাকা দক্ষিণে মুন্সীগঞ্জের বিক্রমপুরের অসংখ্য ভোটার রয়েছে। মির্জা আব্বাসকে নির্বাচনী প্রচারণায় ও ভোট প্রার্থনায় এগিয়ে রাখতে তাই কৌশল হিসেবে মুন্সীগঞ্জের বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছেন বলে জানা গেছে।
 
সংশ্লিষ্টরা জানায়, গত এক সপ্তাহ ধরে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলী আজগর বিপন মল্লিকসহ কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মী ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডে অবস্থান নিয়ে মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
 
তারা নির্বাচনী এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে মির্জা আব্বাসের পক্ষে ভোট প্রার্থনা করছেন। তাদের সঙ্গে জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানা গেছে।
 
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের সমর্থকরা অভিযোগ করেন, বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস বহিরাগত মুন্সীগঞ্জ বিএনপি নেতাকর্মীদের ব্যবহার করছেন ঢাকা দক্ষিণের নির্বাচনে। দলীয় নেতাকর্মী ছাড়াও পুলিশের তালিকাভুক্ত আসামিরাও নির্বাচনী প্রচারণায় সক্রিয়। এর ফলে নির্বাচনী পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই’র সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য দিতে রাজি হননি।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫    
এমজেড    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।