ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

উত্তরায় ভোট চাইছেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, এপ্রিল ১৯, ২০১৫
উত্তরায় ভোট চাইছেন খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে তিনি তার গুলশানের বাসা থেকে বেরিয়ে উত্তরার দিকে রওয়ানা হন।



উত্তরার জসিম উদ্দিন মোড়ে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে কালো পতাকা প্রদর্শন করে। খালেদা জিয়ার গাড়িবহর ওই স্থান ছাড়িয়ে আরো সামনের দিকে এগিয়ে যায়।

খালেদার গাড়িবহর গিয়ে থামে উত্তরা মডেল টাউনে এসবি প্লাজার সামনে। সেখানে খালেদা জিয়া গাড়ি থেকে নামলেও স্থানীয় ছাত্রলীগ কর্মীরা তার বহরকে ঘিরে ধরায় তিনি সেখান থেকেও চলে যান।

এ সময় তার সঙ্গের লোকজন মার্কেটের উপরের তলায় তাবিথ আউয়ালের লিফলেট ছুঁড়ে দেন।

সেখান থেকে খালেদা জিয়া যান উত্তরা ৩ নম্বর সেক্টরে। এখানে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে ছাত্রলীগ কর্মীরা পিছু হটে। ফলে খালেদা জিয়া নির্বিঘ্নে প্রচারণা চালানোর সুযোগ পান। নিজ হাতে তিনি তাবিথের লিফলেট তুলে দেন দোকানি, পথচারীদের হাতে।

উত্তরা কসমো মার্কেটের সামনে এলে খালেদা জিয়াকে ঘিরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা পাশার্পাশি অবস্থান নিয়ে যার যার প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন।  

শনিবার আগাম কোনো ‍আভাস না দিয়েই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালান খালেদা জিয়া। রোববারও তিনি তাবিথের নির্বাচনী এলাকায়ই ভোট চাইতে বের হলেন।

** টানা দ্বিতীয় দিন ভোটের মাঠে খালেদা

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫/আপডেট: ১৭৫৭ ঘণ্টা
এনএইচএফ/জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।