ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মির্জা আব্বাসের ইশতেহার ঘোষণা সোমবার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, এপ্রিল ১৯, ২০১৫
মির্জা আব্বাসের ইশতেহার ঘোষণা সোমবার মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত ও ‘আদর্শ ঢাকা আন্দোলন’ মনোনীত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের ইশতেহার ঘোষণা করা হবে সোমবার (২০ এপ্রিল)।

এদিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআউপি লাউঞ্জে এ ইশতেহার ঘোষণা করা হবে।

মির্জা আব্বাসের অনুপস্থিতিতে ইশতেহার পাঠ করবেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদর্শ ঢাকা আন্দোলন’র ‍আহ্বায়ক ও বিএনপিপন্থি শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদসহ সংগঠনটির নেতারা।

মির্জা আব্বাসের পারিবারিক সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বেশ কিছু মামলা থাকায় গ্রেফতারের ভয়ে আত্মগোপনে আছেন তিনি। তার অনুপস্থিতিতে নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছেন স্ত্রী আফরোজাসহ স্বজন ও দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।