ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

যশোরে হাত বোমা বিস্ফোরণ, আ’লীগ নেতা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, এপ্রিল ১৯, ২০১৫
যশোরে হাত বোমা বিস্ফোরণ, আ’লীগ নেতা আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর শহরের বেজপাড়ায় হাত বোমা বিস্ফোরণে মহসিন (২৫) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেজপাড়া চিরুনীকল এলাকার শান্তি কমিটির (এলাকাবাসীর নিরাপত্তার জন্য গঠিত কমিটি) অফিসের পাশে এ ঘটনা ঘটে।



আহত মহসীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এবং গত নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তিনি বেজপাড়া আনছার ক্যাম্প এলাকার বাসিন্দা।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হাত বোমায় আহত যুবককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে কি কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি ওসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মহসীন হোসেন শান্তি কমিটির অফিসের সামনে বসে ছিলেন। এ সময় তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হয়।

পরবর্তীতে একই এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে অন্তত আট থেকে দশটি হাত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দৃর্বৃত্তরা।   এতে গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।