ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন মালিবাগে আর তার পক্ষে স্ত্রী ফারহানা সাঈদ ধানমণ্ডিতে প্রচারণা চালান।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে তারা ঢাকা দক্ষিণের দুই মেরুতে এ প্রচারণা চালান।
বিকেল ৪টায় ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাঈদ খোকনের নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্ত্রী ফারহানা সাঈদ। ধানমণ্ডির ৩২ এর আশপাশ, রাপা প্লাজা, রাইফেলস স্কয়ারসহ এর আশপাশের এলাকায় প্রচারণা চালান ফারহানা সাঈদ।
এ সময় তার সঙ্গে ছিলেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, সাঈদ খোকনের বোন শাহানা হানিফ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফারহানা সাঈদ সাংবাদিকদের বলেন, আমার শ্বশুর ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করেছেন। আমার স্বামী মেয়র পদে লড়ছেন। তার জন্য ঢাকাবাসীর কাছে দোয়া ও ভোট চাই। ফারহানা ঢাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমার স্বামী সাঈদ খোকনকে একবারের জন্য ইলিশ মাছ মার্কায় ভোট দিয়ে ঢাকাবাসীর সেবা করার সুযোগ দিন। তিনি আপনাদের পাশে থাকবেন। আপনাদের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন।

এদিকে সাঈদ খোকন নিজেই প্রচারণার ১৩তম দিনের পড়ন্ত বিকেলে মালিবাগ মোড়, রেলগেট এলাকা, গুলবাগ এলাকা ও সন্ধ্যায় মতিঝিলের ১০, ১১ এবং ১২নং ওয়ার্ডে প্রচারণা চালান।
এর আগে দুপুরে পুরান ঢাকার রায়সাহেব বাজার, বাহাদুর শাহ পার্ক, লক্ষীবাজার, বাংলাবাজার, শাঁখারিবাজার এলাকায় প্রচারণা চালান সাঈদ খোকন।
লক্ষীবাজারের ডিআইটি মার্কেটের সামনে এক সমাবেশে তিনি বলেন, শুনেছি বিএনপি নেত্রী তাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। আমি এ নিয়ে মোটেও চিন্তিত নই। ঢাকাবাসী আমার সঙ্গে রয়েছে। ঢাকাবাসীর সঙ্গে আমাদের সম্পর্ক অর্ধ শতাব্দীর চেয়ে বেশি সময়ের।
তিনি বিএনপি নেত্রীকে ‘মানুষ হত্যার নির্দেশদাতা’ আখ্যা দিয়ে বলেন, কিছুদিন আগেও তিনি নিরীহ মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই পথচারীসহ নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। ঢাকাবাসী শান্তিপ্রিয়। তারা কোনো হত্যার নির্দেশদাতাকে গ্রহণ করবেন না।
মির্জা আব্বাসকে ইঙ্গিত করে সাঈদ খোকন বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেয়র-মন্ত্রী ছিলেন। তিনি ঢাকার জন্য কী করেছেন! আপনারাই বিচার করবেন। অথচ আমার বাবা ঢাকার প্রভূত উন্নয়ন করেছেন। তার উত্তরসূরি হিসেবে আমি তার দর্শন লালন করি। আপনারা একটি বার হলেও আমাকে সুযোগ দিন। অন্তত পরীক্ষামূলক হলেও সুযোগ দিন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, উপ-কমিটির সহ সম্পাদক গোলাম সরোয়ার কবির, কাউন্সিলর প্রার্থী হাজী মো. সেলিম, ইয়ার মোহাম্মদ, গাজী সরোয়ার হোসেন বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসইউজে/এএসআর