ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আনিসুল-খোকনের প্রচারণায় সহস্র নাগরিক কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, এপ্রিল ১৯, ২০১৫
আনিসুল-খোকনের প্রচারণায় সহস্র নাগরিক কমিটি সাঈদ খোকন ও আনিসুল হক

ঢাকা: ঢাকা দুই সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনের সমর্থনে প্রচারণা চালিয়েছে সহস্র নাগরিক কমিটি।
 
রোববার (১৯ এপ্রিল) কমিটির লোকজন দুই প্রার্থীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন ও ভোট চান।


 
এ সময় ত‍ারা ঢাকা শহরকে সবার জন্য নিরাপদ, বাসযোগ্য, যানজটমুক্ত ও বিশ্বের উন্নত শহরে পরিণত করার জন্য আনিসুল হক ও সাঈদ খোকনকে ভোট দেওয়ার অনুরোধ জানান।  

খালেদা জিয়ার নেতৃত্বে গত তিন মাসব্যাপী বিএনপি-জামায়াত কর্মীদের পেট্রোল বোমা মেরে মানুষ মারাসহ বিভিন্ন ঘটনার কথা স্মরণ করিয়ে দেন কমিটির কর্মীরা।
 
প্রতিদিনের ধারাবাহিকতায় আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাতটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪টি টিম এ প্রচারাভিযান চালায়।
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
একে/বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।