ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জনগণের গোলাম হয়ে কাজ করার প্রতিশ্রুতি ক্বাফীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, এপ্রিল ১৯, ২০১৫
জনগণের গোলাম হয়ে কাজ করার প্রতিশ্রুতি ক্বাফীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জনগণের সত্যিকার গোলাম হয়ে জনগণের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদসহ বাম-প্রগতিশীলদের সমর্থিত ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলন’ এর মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন)।

রোববার নির্বাচনী গণসংযোগকালে কাফি রতন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত সিটি মেয়রদের দুষ্কর্ম বহু দেখেছেন।

তাদেরকে এবার প্রত্যাখ্যান করতে হবে। লুটেরাদের ভোট দিয়ে তাদের গোলাম হবেন না। জনগণের গোলাম পেতে হাতী মার্কায় ভোট দিন। আমি দীর্ঘদিন জনগণের পক্ষের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। আমি নির্বাচিত হলে, জনগণের সত্যিকার গোলাম হয়ে জনগণের পক্ষে কাজ করে যাবো।

কাফি রতন সকালে মিরপুরেরর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে প্রচারাভিযান শুরু করেন। এরপর কাজীপাড়া, খিলগাঁও, তালতলা, রামপুরা, বৌবাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দন, রফিজুজ্জামান লায়েক, ডা. সাজেদুল হক রুবেল, অ্যাড. মাকসুদ আক্তার, জলি তালুকদার, শেখ আব্দুল মান্নান, হাফিজ আদনান রিয়াদ, খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ।

কাফি রতনের এই নির্বাচনি প্রচার ও গণসংযোগের সময় গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পী সিদ্দিক আহমেদ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।