ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

চট্টগ্রাম যাচ্ছেন না খালেদা

আসাদ জামান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৫, এপ্রিল ২০, ২০১৫
চট্টগ্রাম যাচ্ছেন না খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের পক্ষে ভোট চাইতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কোনো দিন চট্টগ্রাম যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো ক’দিন ধরেই। কিন্তু শেষ পর্যন্ত জানা গেলো, চট্টগ্রাম যাচ্ছেন না বিএনপি প্রধ‍ান।


 
খালেদা জিয়ার গুলশান অফিস এবং চট্টগ্রাম বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
 
গুলশান অফিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের জন্য ভোট চাইতে মাঠে নেমেছিলেন খালেদা জিয়া। রোববারও তাকে দেখা গেছে ভোটের মাঠে। ঠিক একইভাবে চলতি সপ্তাহের যে কোনো দিন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে মাঠে নামবেন তিনি।
 
এ ছাড়া নির্বাচন কমিশনের আচরণবিধির আওতার মধ্যে থেকে সীমিত পরিসরে ঢাকার যে কোনো একটি স্পটে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কথাও বলতে পারেন খালেদা জিয়া।
 
তবে নানা প্রতিকূলতার মধ্যে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপাতত দল সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের জন্য ভোট চাইতে চট্টগ্রাম যাচ্ছেন না।
 
এদিকে নিজে যেতে না পারলেও দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচন পরিচালনায় গঠিত সমন্বয় কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে এরই মধ্যে চট্টগ্রাম পাঠিয়েছেন খালেদা জিয়া।
 
রোববার দুপুরে টেলিফোনে আ স ম হান্নান শাহ বাংলানিউজকে বলেন, মনজুর আলমের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এখন আমি চট্টগ্রামে আছি। বিকেল ৪টায় নির্বাচন পরিচালনায় গঠিত সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুল্লা আল নোমানসহ স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে ভোট চাইতে নামবো।
 
খালেদা জিয়া চট্টগ্রাম যাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। এখনো সময় আছে, দেখা যাক কী হয়।
 
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মনজুর আলমের ছেলে সারোয়ার আলম রোববার দুপুরে বাংলানিউজকে বলেন, ম্যাডামের আসার ব্যাপারটি এখনো চূড়ান্ত হয়নি। আমরা আমাদের মতো করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।
 
এদিকে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিএনপির নেতারাই চান না খালেদা জিয়া নির্বাচনের আগে সেখানে যাক। কেননা প্রচার প্রচারণায় অংশ নিতে এই মুহূর্তে তিনি চট্টগ্রাম গেলে তার সফর নিয়েই ব্যস্ত থাকতে হবে স্থানীয় নেতাদের।
 
তাছাড়া খালেদার আগমন উপলক্ষে নেতা-কর্মীর বিপুল সমাগমে আচরণবিধি লংঘনের ফেরে পড়তে হবে মেয়র প্রার্থী মনজুর আলমকে।
 
দলীয় সূত্রে জানা গেছে, এসব কারণে স্থানীয় বিএনপির নেতারাই চান না এই মুহূর্তে দল সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালাতে চট্টগ্রাম সফর করুক খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।