ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ফের কারওয়ান বাজার থেকে তাবিথের প্রচারণা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, এপ্রিল ২০, ২০১৫
ফের কারওয়ান বাজার থেকে তাবিথের প্রচারণা শুরু মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল

ঢাকা: এগারোতম দিনের মতো কারওয়ান বাজার থেকে প্রচারণা শুরু করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। ১০ এপ্রিল প্রচারণা শুরুই করেছিলেন এ বাজার থেকে।



সোমবার (২০ এপ্রিল) কারওয়ান বাজার কাঁচা বাজার থেকে বেলা ১২টায় প্রচার শুরু করবেন বলে তার মিডিয়া সেল জানায়।

এরপর পূর্নিমা হল-কাজী পাড়া-গ্রীনরোড- গ্রীন সুপার মার্কেট - ইস্ট ওয়েস্ট রাজাবাজার- ইন্দিরা রোড- তেজগাঁও কলেজ- ফার্মগেট- খামারবাড়ি- শেরে বাংলা নগর- মনিপুরি পাড়া- আওলাদ হোসেন মার্কেট (কলমিলতা কাঁচাবাজার)-তেজকুনি পাড়া- তেজগাঁও রেলগেট ট্রাকস্ট্যান্ড- বিজি প্রেস স্টাফ কোয়ার্টার- দক্ষিণ, মধ্য, উত্তর বেগুনবাড়ি- দক্ষিণ, মধ্য, উত্তর কুনিপাড়া- বাবলী- নাবিস্কো রেলগেট- ইস্ট ওয়েস্ট নাখালপাড়া- শাহীনবাগ- আজরতপাড়া- রসুলবাগ- মেট্রো হাসপাতাল রুটে তাবিথের গনসংযোগ করার কথা রয়েছে।

এছাড়া সারাদিনে একাধিক মিডিয়া হাউজে মতবিনিময় অনুষ্ঠানেও তার উপস্থিত হওয়ার কথা জানায় মিডিয়া সেল।

এদিকে তাবিথের মা নাসরিন ফাতেমা আউয়াল মিরপুরের আপ্যায়ন কম্যুনিটি সেন্টারের সামনে থেকে ছেলের পক্ষে প্রচারে নামবেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘন্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকেএস/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।