ঢাকা: গুলশান-বাড্ডা-বনানী-মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকায় তাবিথ আউয়ালের জন্য ভোট চাওয়ার পর শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টায় খালেদা জিয়ার গাড়িবহর তেজগাঁও-গুলশান লিংকরোড উঠলে সবাই ধরে নিয়েছিলো- এবার বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন।
ভ্যাপসা গরমের মধ্যে টানা সাড়ে তিন ঘণ্টা মার্কেট, শপিং কমপ্লেক্স, ফুটপাথ, রাজপথ ও কারখানা অধ্যুষিত শিল্প এলাকায় কখনো গাড়িতে, কখনো পায়ে হেঁটে প্রচার-প্রচারণা চালানোর পর ঘরে ফেরাটাই ছিলো সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্বাভাবিক।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তেজগাঁও-গুলশান লিংকরোডের শেষ মাথায় এসে খালেদা জিয়ার গাড়িবহর ডান দিকে মোড় নেয়।
এবার সবাই ভাবতে থাকে, হাতিরঝিল সড়ক দিয়ে মেরুল বাড্ডায় যাবেন খালেদা জিয়া। এরপর প্রগতী সরণি ধরে ভোট চাইতে চাইতে নতুন বাজার হয়ে আমেরিকান অ্যাম্বাসি ও কানাডিয়ান হাইকমিশনের পাশ দিয়ে বাসায় ফিরবেন তিনি।
কিছু তখন পর্যন্ত সঙ্গীদের জন্য আরো বিস্ময় জমা ছিলো সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে।
বিকেলে যেমনিভাবে কাউকে কিছু না জানিয়ে হুট করে ভোটের জন্য মাঠে নেমে পড়েছিলেন, ঠিক তেমনিভাবে কোনো প্রকর পূর্বাভাস ছাড়াই গাড়িবহর নিয়ে হাতিরঝিলের রামপুরা প্রান্তে ঝুলন্ত সেতুর কাছে গিয়ে হাজির হন খালেদা জিয়া।
হাতিরঝিলের মনোরম পরিবেশে রাস্তার দিকে পিঠ দিয়ে বসে থাকা তরুণ-তরুণী, যুবক-যুবতী ও প্রেমিক-যুগল তখন পর্যন্ত টের পাননি, যাকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকে, সেই মানুষটি তাদের এতোটা কাছে এসে দাঁড়িয়েছেন!
অনেকে গাড়ির শব্দ শুনে তটস্ত হলেও বিশ্বাস করতে পারছিলেন না, দেশের সবচেয়ে জনপ্রিয় দুই নেত্রীর একজন গুটিকয়েক নেতাকর্মী নিয়ে হাজির হয়েছেন হাতিরঝিলে।
এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগরের সভানেত্রী সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, বিএনপির নির্বাহী সদস্য শামা ওবায়েদ, তিতুমীর কলেজের ছাত্রদলকর্মী আক্তার হোসেন ও শহীদুল ইসলাম বাবুকে বলতে শোনা যায়, ‘ভাই আসেন, আসেন! ম্যাডাম আসছেন, সত্যি ম্যাডাম আসছেন! গাড়িতে বসে আছেন, এগিয়ে এসে কথা বলেন, সালাম দেন!
মহিলা ও ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বানে আশপাশে থাকা অনেকেই খালেদা জিয়ার কাছে ছুটে যান। এ সময় গাড়িতে বসেই তাদের সঙ্গে কথা বলেন খালেদা। তাবিথ আউয়ালের জন্য চান ভোট।
পাড়া নয়, মহল্লা নয়; আগত দর্শনার্থীরা কে কোন এলাকার ভোটার, তারও কোনো ঠিক-ঠিকানা নেই। অথচ তাদের কাছেই ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের জন্য ভোট চাইতে খালেদা জিয়া রাতের বেলায় হাতিরঝিলে এসেছেন-এমনটি বিশ্বাস করা সবার জন্যই ছিলো দুষ্কর। বরং বলা যায়, ভোট চাওয়াটা উপলক্ষ হলেও লক্ষ্যটা ছিলো হাতিরঝিল দর্শন।
রামপুরা প্রান্তে ঝুলন্ত সেতুতে বেশ কিছু সময় পার করার পর হাতিরঝিলের মগবাজার প্রান্ত দিয়ে ধীর গতিতে এগুতে থাকে খালেদা জিয়ার গাড়ির বহর। উত্তরের তাবিথের জন্য ভোট চাইতে দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত মগবাজার এলাকায় আসার কথা না খালেদার। মির্জা আব্বাসের এলাকায় তাবিথের জন্য ভোট চাইলেন কেন তিনি?
এ সমীকরণটা যদি মেলাতে কারো কষ্ট হয়, তাদের জন্য বলে রাখা ভালো, হাতিরঝিলের মগবাজার-গুলশান সংযোগ সেতুর উপর এসে নিরাপত্তার তোয়াক্কা না করে গাড়ি থেকে নেমে পড়েন খালেদা জিয়া। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ দর্শনার্থী তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পান।
এর পর সেতুর দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে এসে ইউটার্ন নিয়ে পুনরায় হাতিরঝিলের মগবাজার প্রান্ত দিয়ে তেজগাঁও-মগবাজার সংযোগ সেতুতে যান খালেদা। সেখানেও বেশ কিছু সময় কাটান তিনি।
এবারও সেতুর দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় হাতিরঝিলের মগবাজার প্রান্ত ঘেষে ঝিলপাড় সেতু পার হয়ে তেজগাঁও শিল্প এলাকা ও গুলশান-১ হয়ে রাত সাড়ে ৯ টায় বাসায় ফেরেন খালেদা জিয়া। এরই মধ্যে হাতিরঝিলে পেরিয়ে যায় খালেদা জিয়ার পুরো ১ ঘণ্টা।
দীর্ঘদিন ধরে তার সংবাদ সংগ্রহ করে আসা গণমাধ্যমের কর্মীরা বলছেন, অসংখ্যবার রোড মার্চ, লংমার্চ, জনসভা, পথসভা কাভার করতে গিয়ে যে খালেদা জিয়াকে তারা দেখেছেন শনিবার রাতে হাতিরঝিলের খালেদা জিয়াকে তার সঙ্গে মেলানো কঠিন।
সাধারণত বাসা থেকে বের হবার পর মঞ্চে ওঠার আগ পর্যন্ত খালেদা জিয়ার দেখা পাওয়াটা খুবই দুরুহ ব্যাপার। নিরাপত্তাকর্মী-পুলিশবাহিনী বেষ্টিত খালেদা জিয়ার কাছে ঘেষা কারো পক্ষেই সম্ভব হয়নি কোনো দিন। কিন্তু শনিবার রাতে হাতিরঝিলে খালেদা জিয়ার খুব কাছে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন অনেকে। তিনিও উপভোগ করেছেন বিষয়টি।
২০১৩ সালের ২ জানুয়ারি হাতিরঝিল প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমার পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য নববর্ষের উপহার হাতিরঝিল।
প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার নগরবাসী কতটা সাদরে গ্রহণ করেছেন, প্রতিদিন সন্ধ্যায় হাতিরঝিলে গেলে তার প্রমাণ মেলে। আর এবার দীর্ঘ ১ ঘণ্টা ধরে খালেদা জিয়ার হাতিরঝিল দর্শন শেখ হাসিনার দেওয়া উপহারের গুরুত্ব আরো বাড়িয়ে দিলো বৈকি!
** চট্টগ্রাম যাচ্ছেন না খালেদা
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এজেড/জেএ/কেএইচ/