ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিশ্বায়নের উপযোগী ঢাকা গড়বেন আব্বাস

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, এপ্রিল ২০, ২০১৫
বিশ্বায়নের উপযোগী ঢাকা গড়বেন আব্বাস ছবি : রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচিত হলে ঐতিহ্য ও ‍আধ‍ুনিকতার সমন্বয়ে সবার বাসযোগ্য বিশ্বায়নের উপযোগী ঢাকা গড়ে তুলবেন মির্জা আব্বাস।  

সোমবার সকালে দেওয়া তার নির্বাচনী ইশতেহারে এ অঙ্গীকার করা হয়।



সকাল সাড়ে ১১টার পর জাতীয় প্রেসক্লাবে মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস এ ইশতেহার প্রকাশ করেন।

ইশতেহারে ১০ দফা অঙ্গীকার ও প্রতিশ্রুতি প্রকাশ করা হয়। এগুলো হলো- নাগরিক সেবা, বিশ্বমানের নগরী গড়ে তুলে নাগরিকদের সেবা, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষাখাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তি, সমাজসেবা ইত্যাদি বিষয়ক সেবা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।