ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নাদের চৌধুরীর ইশতেহার

দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত সিটি করপোরেশন গড়ার প্রত্যয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, এপ্রিল ২০, ২০১৫
দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত সিটি করপোরেশন গড়ার প্রত্যয় ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত সিটি করপোরেশন গড়ার প্রত্যয়ে ঢাকা উত্তরের জাসদ সমর্থিত মেয়র প্রার্থী অভিনেতা নাদের চৌধুরী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি বলেন, সবার সঙ্গে, প্রগতির পথে আগামীর ঢাকা আমরাই গড়বো।


 
সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর ইমানিউয়ালস ব্যানকুয়েট হলে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরীন আক্তার, নাদের চৌধুরীর নির্বাচন প্রচারণায় মূল সমন্বয়কারী নুরুল আক্তার প্রমুখ।
 
দশ দফা প্রস্তাবনায় নাদের চৌধুরীর নির্বাচনী ইশতেহারে রয়েছে নগর সরকার গড়ার প্রস্তাবনা, সুষ্ঠু নাগরিক সেবা প্রদান। এছাড়া নগর পরিচালনার মূলনীতি হিসেবে তার প্রস্তাবনায় রয়েছে জনঅংশগ্রহণমূলক, গণতান্ত্রিক, বিকেন্দ্রীকরণ, দলীয় প্রভাব ও দুর্নীতিমুক্ত নগর প্রশাসন গড়ার জন্য ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, বরাদ্দ ও ব্যয় নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নগরীর সব সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বয় সাধনের লক্ষ্যে একটি স্বশাস্বিত কাঠামো প্রদান।
 
তিনি বলেন, নির্বাচিত হলে নাগরিক সেবা নিশ্চিতকরণে নানামুখি পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে তরুণ-যুবকদের জন্য প্রযুক্তিমুখী সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সব পাবলিক প্লেস ওয়াই-ফাই জোনের আওতায় আনা হবে। ওয়ার্ডে ওয়ার্ডে গণশৌচাগার স্থাপন করা হবে। নারীদের জন্য আলাদা গণশৌচাগার গড়া হবে।

অবৈধ দখলদারমুক্ত করে খননের মাধ্যমে বুড়িগঙ্গাকে রক্ষা করা হবে। বুড়িগঙ্গার সৌন্দর্য্যবর্ধনের মাধ্যমে পর্যটন আকর্ষণীয় নৌ-পরিবহন সুবিধা তৈরি করা হবে। কলকারখানা গড়ে উঠবে পূর্ব-অঞ্চলে আর আবাসনসহ অফিস আদালত হবে পূর্ব-দক্ষিণে।
 
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতিচর্চা ও বিনোদনের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। জবাবদিহিতা ও নাগরিক তদারকি নিশ্চিত করা হবে। দুর্নীতি ও চাঁদাবাজি রোধ এবং নগর কর্তৃপক্ষের আয় বৃদ্ধি করা হবে।
 
ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, আমি নির্বাচিত হলে নগরপিতা নয়, নগরের সন্তান হিসেবেই এ নগরের সেবায় সচেষ্ট থাকবো। স্বপ্নের ঢাকা গড়ে তোলার জন্য ‘ময়ূর’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।