ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

অপরাধ দমনে পুলিশ কমিশনারের সঙ্গে সমন্বয়: তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, এপ্রিল ২০, ২০১৫
অপরাধ দমনে পুলিশ কমিশনারের সঙ্গে সমন্বয়: তাবিথ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে অপরাধ নিয়ন্ত্রণে আনতে হবে এবং সেক্ষেত্রে পুলিশ কমিশনারের সঙ্গে সমন্বয় জরুরি। মেয়র হলে পুলিশ কমিশনারকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন বলে কথা দিচ্ছেন সিটি নির্বাচনে ঢাকার উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।


 
সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে একটি পত্রিকা অফিসে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
 
‘যদি আমি মেয়র হই’ শিরোনামে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
 
বৈঠকে তাবিথ বলেন, গতানুগতিকভাবে সমস্যার সমাধান সম্ভব নয়। সেক্ষেত্রে নতুনত্ব আনতে হবে।
 
নিজের পরিকল্পনাগুলোর কিছু তুলে ধরেন তাবিথ। এ সময় পুলিশ কমিশনারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার কথা বলেন তিনি।
 
তাবিথ বলেন, যতই অস্বীকার করা হোক, অপরাধ হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে।
 
তিনি বলেন, কেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ছে? নিরাপত্তার এ অভাব দূর করা হবে। ক্রাইম কমাতে ওয়ার্ডভিত্তিক একটি ‘ম্যাপিং সিস্টেম’ করা হবে।
 
বর্জ্য ব্যবস্থাপনার কাজ রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেবেন তাবিথ।
 
‘বাস’ প্রতীকের সার্থকতা রাখবেন বলে জানান তিনি। যাতায়ত ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তাবিথ।
 
আলোচনায় অংশ নিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, বুয়েটর নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান, উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক, মাহী বদরুদ্দোজা চৌধুরী, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আবদুল্লাহ আল ক্বাফী ও দক্ষিণের প্রার্থী সাঈদ খোকন।
 
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।