বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন সরদার গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আহত আলতাফ হোসেন সরদারের শ্যালক লিটন বাংলানিউজকে জানান, উলানিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন সরদারের বিরোধ চলে আসছিলো।
রোববার রাতে উলানিয়া বাজারে বসে থাকা অজ্ঞাত কয়েক যুবক আলতাফ হোসেন সরদারকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি গুলিবিদ্ধ হন।
তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আলতাফ হোসেনের সমর্থক ও জামাল মোল্লার সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মেঘনা নামে একটি সিনেমা হলে ভাঙচুর চালানো হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে জানান, আলতাফ হোসেন সরদারকে লক্ষ্য করে গুলি ছোড়ার খবরকে কেন্দ্র করে দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএ