ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘মেয়র’ সুবিধা নেবেন না ক্বাফী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, এপ্রিল ২০, ২০১৫
‘মেয়র’ সুবিধা নেবেন না ক্বাফী ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেয়র হলে ‘মেয়র’ হিসেবে কোন সুযোগ-সুবিধা নেবেন না সিটি নির্বাচনে ঢাকার উত্তরের প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী।
 
সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে একটি পত্রিকা অফিসে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।


 
‘আমি যদি মেয়র হই’ শিরোনামে এ বৈঠকে মেয়রপ্রার্থীদের নিজেদের কথা বলার সুযোগ ছিল।
 
ক্বাফী বলেন, ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ। কিন্তু আমি গুলশানে নিজেকে স্থানান্তর করবো না। শ্রমিকদের সঙ্গে নাখালপাড়ায় থাকবো। মেয়র হিসেবে সুবিধা নেব না। নিজের সম্পদের হিসেব দেব। আত্মীয়দের কোন পদে জড়িত করবো না। মেয়রের ভাতার বাইরে কোন আয় থাকবে না। ঘুষ, দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখবো। ন্যায়পাল নিয়োগ থাকবে, মেয়রের বিরুদ্ধে সংক্ষুব্ধ নগরবাসীর অভিযোগের বিচার করবেন তিনি।
 
ক্বাফী নিজের ইশতেহার থেকে কিছু অংশ পড়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, এ প্রতিশ্রুতিগুলো ফাঁকা বুলি নয়। এগুলো আমি বাস্তবায়নের চেষ্টা করবো।
 
‘মানবিক ঢাকা’ বলতে, ‘নারীর জন্য নিরাপদ শহর, পরিচ্ছন্ন শহর’র বৈশিষ্ট্য তুলে ধরেন ক্বাফী। ‘বাসযোগ্য মানবিক ঢাকা’ গড়ার প্রতিশ্রুতি আবারও উল্লেখ করেন তিনি।
 
এতে অংশ নেন, নগর পরিকল্পনাবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, বুয়েট’র নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান, উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক, তাবিথ আউয়াল, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ও দক্ষিণ থেকে একমাত্র প্রার্থী সাঈদ খোকন।
 
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকেএস/এসইউজে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।