ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

দশ দফার ইশতেহার

ঢাকাবাসীকে পাশে দাঁড়ানোর আহ্বান আফরোজার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, এপ্রিল ২০, ২০১৫
ঢাকাবাসীকে পাশে দাঁড়ানোর আহ্বান আফরোজার ছবি : রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেকে ঢাকার বউ দাবি করে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকাবাসীকে পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

সোমবার জাতীয় প্রেসক্লাবে মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নির্বাচনীয় প্রচারণায় মির্জা আব্বাসের অনুপস্থিতিতে প্রচারণায় তার পক্ষে সমন্বয় করছেন আফরোজা আব্বাস।

ইশতেহারে দশ দফার প্রস্তাবনা তুলে ধরা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, প্রচারণায় ব্যাপক সা‍ড়া পাচ্ছি। নির্বাচন আমাদের প্রচারণা চালানোর অধিকার আছে, কিন্তু আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় যারা আমাদের সহযোগিতা করছে তাদের হুমকি দেয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে।

মির্জা আব্বাসকে প্রচারণায় নামতে না দেয়ার বিষয়টি উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন,‘আমি ঢাকার বউ, আমার বাড়ি পাবনায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার নিরাপত্তা ও ইজ্জত রক্ষায় ঢাকাবাসীর সহযোগিতা চাই। ঢাকাবাসীকে আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমাকে নিরাপত্তা দিন,আমার সম্মান রক্ষা করুন।

তিনি আরও বলেন, নির্বাচনে নীরব বিপ্লব হবে, মির্জা আব্বাস জয়ী হবেন।

এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন ও প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের আহ্বান জানান আফরোজা আব্বাস।

মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহারে দশ দফার প্রস্তাবনা রয়েছে। নাগরিক বিনোদন, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবা, শিক্ষা খাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তির ঢাকা, সমাজ সেবা, জননিরাপত্তা, নগর পরিকল্পনা ও প্রশাসনিক ব্যবস্থা উন্নীতকরণ এ সব বিষয়ে আলোকপাত করা হয়েছে ইশতেহারে।

আফরোজা আব্বাস বলেন, নির্বাচিত হলে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সবার বাসযোগ্য বিশ্বায়নের উপযোগী ঢাকাকে গড়ে তুলবেন মির্জা আব্বাস।

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.)হান্নান শাহ,আদর্শ ঢাকা আন্দোলনের আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দিন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ প্রমুখ।
 
এ সময় রোববার উত্তরায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদ জানান হান্নান শাহ।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এমএম/আরআই

** বিশ্বায়নের উপযোগী ঢাকা গড়বেন আব্বাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।