ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আহতদের দেখতে হাসপাতালে গেলেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, এপ্রিল ২০, ২০১৫
আহতদের দেখতে হাসপাতালে গেলেন খালেদা বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় গিয়ে সিএসএফ সদস্যসহ আহতদের দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া।

সোমবার (২০ এপ্রিল) রাত ৮টা ৩৫ মিটিটে তিনি হাসপাতালে যান।

আহতদের খোঁজ-খবর নিয়ে পৌনে ১০টায় তিনি বের হয়ে যান।

আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন- চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্য ফজলুল করিম, ফারুক হোসেন ও বহরের গাড়ি চালক শেখ শাহজাদা সাহেদ।

এর আগে সোমবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন খালেদা জিয়া। খালেদা জিয়ার গাড়ি বহরটি রাজধানীর কারওয়ান বাজারে পৌছালে আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করে বিএনপি। এ সময় সিএসএফ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।

পরে তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসজেএ/বিএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।